স্টাফ রিপোর্টার : আশুলিয়ার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীদের নিয়ে ঢাকা-১৯ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করেছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
শুক্রবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের আঙ্গিনায় সংবাদ সম্মেলন ডেকে তিনি এই প্রার্থীতা ঘোষণা করেন।
তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কথাও জানান তিনি। সংবাদ সম্মেলনে তার সঙ্গে মুক্তিযোদ্ধা, ঢাকা জেলা পরিষদের সদস্য, দুই ইউপি চেয়ারম্যান, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মনোনয়ন যে কেউ প্রত্যাশা করতেই পারেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটন্ত ফুলের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলটিই বেছে নেবেন। সেক্ষেত্রে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমরা তার হয়েই নৌকার নির্বাচন করবো। মনোনয়ন চাইলেও নৌকার বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই বলেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাইফুল বলেন, আশুলিয়া থানার পাঁচটি ইউনিয়নে ভোটার হচ্ছে পাঁচ লাখ ১৬ হাজার, সাভার পৌরসভা ও তিনটি ইউনিয়নে ভোট সংখ্যা দুই লাখ ৯২ হাজার। তার মধ্যে শুধু ধামসোনা ইউনিয়নে ভোট এক লাখ ৯৬ হাজারের কিছু বেশি।
সাইফুল বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির প্রার্থী যদি আশুলিয়া থানা থেকে হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীও যদি একই থানা থেকে হয়, তাহলে সে নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ঢাকা-১৯ আসন থেকে মনোনয়ন দেওয়া হলে বিএনপির যেকোনো প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়ী হতে পারবেন এমনটাই আশাবাদী সাইফুল।
Leave a Reply