স্টাফ রিপার্টার : দেশে মশা না কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না, আমাদের কাজ ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া, এর বাইরেও সিটি কর্পোরেশনের কাজও আমরা করে যাচ্ছি। এর বেশি করার মত আমাদের আর কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার দুপুরে সাভারে আশুলিয়ার জিরানীতে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কইকা)র মাধ্যমে বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে চলমান একটি প্রকল্পের মেয়াদ শেষে সরকারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ বছর ডেঙ্গুতে প্রায় দেড় লক্ষ লোক আক্রান্ত হয়েছেন, গতকালও ২ হাজারের মত রোগী পেয়েছি, ১৫ জন মৃত্যুবরণ করেছে। এখনও হাসপাতালে প্রায় ১০ হাজার রোগী আছে। আমরা কিন্তু চিকিৎসা দিয়ে চলেছি। শুধু ঢাকা শহরে নয়, সারাদেশব্যাপী সারা বছর মশা নিধনের জন্য কাজ করতে হবে। তবেই মশা কমবে, ডেঙ্গু রোগী কমবে, মৃত্যু কমবে। এর বাইরে আমাদের কিছু বলার নাই।
এসময় উপস্থিত ছিলেন কোরিয়ার বাংলাদেশী রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ও কইকার ভাইস প্রেসিডেন্ট লি ইয়ুন ইয়াং ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিমা খানমসহ কইকা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply