স্টাফ রিপোর্টার : আগামী ১৬ সেপ্টেম্বর মেট্রোরেল উদ্বোধন করতে সাভারে আসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
এসময় বর্ধিত সভা থেকে জানানো হয়। আগামী ১৬ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন সফল করতে নেতাকর্মীদের নিয়ে এ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা সফল করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেওয়া হয়।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply