মোঃ সাগর আহমেদ : সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তার উদ্বোধন করা হয়েছে। (২ এপ্রিল মঙ্গলবার) সকালে ভাকুর্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের টোটালিয়া পাড়ায় এই উদ্বোধন কার্যক্রম সম্পূর্ণ করা হয়। সাবেক মেম্বার আলহাজ্ব হাবিবুল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিয়াকত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আব্দুল বাতেন ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শরিফুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্য গণ এ সময় প্রধান অতিথি হাজী লিয়াকত হোসেন বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে আপনাদের কাছে ওয়াদা করেছিলাম ভাকুর্তা ইউনিয়নের একটি রাস্তাও কাঁচা রাখবো না মাত্র আড়াই বছরে আল্লাহর অশেষ রহমতে আমার দেওয়া কথা পূরণ করতে পেরেছি, এ সময় তিনি আরো বলেন আমাদের সাভার উপজেলায় দুইজন ভালো অভিভাবক পেয়েছি একজন হলেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম আর অন্যজন হলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তাদের সহযোগিতা ও দিক নির্দেশনায় এবং আপনাদের দোয়ায় আমি ভাকুর্তা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি ২০৪১ সালের মধ্য বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই অংশ হিসেবে সাভার উপজেলা কে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করতে আগামী সাভার উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় মঞ্জুরুল আলম রাজীবকে ভোট দিয়ে বিজয় করতে হবে।
Leave a Reply