স্টাফ রিপোর্টার : সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেছেন. দেশের সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধামন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
রবিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি’র বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন, দেশের সাধারণ হত দরিদ্র মানুষের কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবামূলক বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন, যার সুফল পাচ্ছেন কোটি কোটি মানুষ। রাস্তা-ঘাটসহ দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই। চলমান এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে পূণরায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
মঞ্জুরুল আলম রাজীব এসময় আরও বলেন, আসছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নির্বাচনের আগে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। এ সম্মেলনের মাধ্যমে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগে সৎ, সাহসী ও দক্ষ নেতৃত্ব নেতৃত্বে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সায়েম মোল্লা জানান, ৩০ সেপ্টেম্বরের সম্মেলনকে বর্ণিল ও সাফল্যমন্ডিত করে তুলতে মূলত আজকের এই পস্তুতি সভা। এছাড়াও সম্মেলনকে সফল করতে ১৯ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগানে আয়োজিত প্রস্তুতি সভা সফল করতে নেতা-কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে এ প্রস্তুতি সভায়।
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ইং কেন্দ্রের নির্দেশনানুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা জেলা উত্তর ও দক্ষিন স্বেচ্ছাসেবক লীগর সম্মেলন। সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব।
ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবা পারভীন, রঞ্জিত সাহা, গোলাম কিবরিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজন, হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক নাসির আলী মাহাবুব, প্রচার সম্পাদক জাভেদ হোসেন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক রেদোয়ান মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শুকরানা, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বেলায়েত হোসেন পাঠান, যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান রঞ্জু, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান কবির, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লাসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অর্ন্তগত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply