স্টাফ রিপোর্টার : সাভার আমিনবাজার ইউনিয়নে হাট-বাজারের নতুন ইজারাদার খাজনা আদায় করতে গেলে তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তি আরেক প্রতিষ্ঠানের ইজারাদার এর বিরুদ্ধে।
রবিবার (১৪ই এপ্রিল) বেলা ১১টায় আমিনবাজার হাট-বাজারের নতুন ইজারাদার মোঃ আলমগীর হোসেন তার লোকজনকে নিয়ে খাজনার টাকা আদায় করতে যায়, সেসময় তাদেরকে বাধা প্রদান করেন পাশ্ববর্তী (ট্রাক) ষ্ট্যান্ডের ইজারাদার মোঃ ফয়জুর রহমান (৩৮) ও তার অনুসারীরা। ফয়জুর রহমান এর দাবি চামড়ার দোকানগুলো ঢাকা (উত্তর) সিটিকর্পোরেশন কতৃক ট্রাক ষ্ট্যান্ডের ইজারাকৃত সীমানায় হওয়ায় এই দোকানগুলো দেখাশোনা করার দায়িত্ব আমাদের তারা হাটবাজারের ইজারা নিয়েছে হাট বাজারের খাজনা তুললে আমাদের কোন সমস্যা নেই।
এবিষয়ে হাট-বাজারের ইজারাদার মোঃ আলমগীর হোসেন বলেন, ইতিপূর্বে আমিনবাজার হাট-বাজারের সকল ইজারাদারগণ এই চামড়ার দোকান থেকে খাজনা আদায় করে আসছিল, আমি সর্বোচ্চ দর দিয়ে নতুন ইজারা পেয়েছি, পূর্বের ন্যায় আজ থেকে এই হাট-বাজারের খাজনা আমাদের আদায় করার কথা, কিন্তু মোঃ ফয়জুর রহমান চামড়ার দোকানগুলো থেকে আমাদের খাজনা আদায়ে বাধা প্রদান করেন এসময় দু’পক্ষের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে ট্রাক ষ্ট্যান্ডের ইজারাদার ফয়জুর রহমান এর নির্দেশে তার সহযোগীরা’ হাট-বাজারের ইজারাদার মোঃ আলমগীর হোসেন ও তার লোকজনদেরকে দ্রুত স্থানত্যাগ করে যাওয়ার জন্য হুমকি প্রদান করে।এ বিষয়ে আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ বলেন বিষয়টি শোনার পর দুই পক্ষের মধ্যে যাতে কোন সমস্যা সৃষ্টি না হয় এজন্য উভয় পক্ষকে খাজনা আদায় কার্যক্রম বন্ধ রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশের অপেক্ষা করতে বলেছি। এ বিষয়ে নতুন ইজারাদার আলমগীর সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
Leave a Reply