স্টাফ রিপোর্টার : গ্রাম পর্যায়ে তৃণমুলের নেতা-কমীদের সু-সংগঠিত করার লক্ষে সাভারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমিনবাজার এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করে আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগ।
উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহিন আহমেদ।
প্রধান অতিথি’র বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, বিএনপির যেকোন অবৈধ আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী গসংঠনের নেতাকর্মীসহ গণমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply