মোঃ সাগর আহমেদ : সাভারে জমে উঠেছে (বিনামূল্যে)১ মিনিটের ঈদ বাজার আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যতিক্রমী এই আয়োজন সাজানো হয়েছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায়। তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১ মিনিটে ঈদ বাজার নামে এই ঈদ কেনাকাটার আয়োজন করা হয়েছে। এখানে এক মিনিটে হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষেরা তাদের প্রয়োজনীয় ঈদের সামগ্রী বিনামূল্য পছন্দ করে নিতে পারেন।
সোমবার (৮ এপ্রিল) এই ১ মিনিটে ঈদ বাজার কার্যক্রম উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। এ সময় প্রায় দেড় হাজার শিশু, বৃদ্ধা, প্রতিবন্ধীসহ অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে পোশাক ও বাজার উপহার দেওয়া হয়েছে।
এ সময় এক মিনিটের ঈদ বাজারে আসা আসুরা বেগম জানান এখান থেকে একটি শাড়ি ও ঈদের দিন রান্না করার জন্য বাজার পেয়েছি এতে আমি অনেক খুশি।
এ সময় প্রতিবন্ধী জোসনা বেগম বলেন আমি ও আমার ছেলে এখান থেকে শাড়ি জুতা আমার ছেলের জন্য জামা সহ ঈদের দিন রান্না করার জন্য মুরগি পোলার চাউল আলু তেল সহ নানা ধরনের জিনিস পেয়েছি চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগ খুবই ভালো।এ বিষয়টি নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আমি সবসময়ই অসহায় মানুষকে মন থেকে ভালোবাসি। তাদের ভালোবাসার জোরেই আজকের আমার এই অবস্থান। তাই আমি প্রতি বছরই আমার এবং আমাদের ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করে থাকি। ভবিষ্যতে যেন এর থেকেও বড় উদ্যোগ গ্রহণ করতে পারি।
Leave a Reply