মোঃ সাগর আহমেদ : সাভার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঞ্জুরুল আলম রাজীবের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে কাকাবো স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, আমিনুর হাসান কামাল-সিনিয়র সহ সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ, মাসুদুর রহমান সিজার-সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, নূরে আলম সিদ্দিকী নিঊটন- ৪ নং ওয়ার্ড কাঊন্সিলর, ৫ নং ওয়ার্ড কাঊন্সিলর মশিঊর রহমান সম্রাট, সহ স্থানীয় পযার্য়ের অন্যান্য নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও স্থানীয় জনগন। উক্ত সভাটি পরিচালনা করে মোঃ আব্দুল কাদির মোল্লা। উঠান বৈঠকে সর্বস্তরের জনগন সমর্থন দেন। এসময় সাধারণ জনগনের কিছু দাবি দাওয়া তুলে ধরেন উঠান বৈঠকে।
ফকরুল আলম সমর বলেন,আমার বড় ভাই মঞ্জুরুল আলম রাজীব দীর্ঘ পাঁচ বছর আপনাদের জন্য কাজ করেছেন। এসময় সনাতন ধর্মাবলম্বীর একটা দাবি করেছেন শ্বশান এর উন্নয়নের কথা। পাঁচ লাখ টাকা অনুদান দেন শ্বশানের জন্য। নির্বাচনের পরে কবরস্থান নির্মান হবে এবং বৈঠকে মা-বোনের চাওয়া রাস্তা হবে। আরো দাবি দাওয়াগুলো লিখে নিয়ে যান। এসময় ফকরুল আলম সমর আরো বলেন,আপনাদের যেকোন সমস্যায় আমার কাছে যাবেন কাজ হয়ে যাবে। সকলেই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। নিজে ভোট দিবেন এবং অন্যকে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন। এই বিরুলিয়া থেকে বিপুল ভোটে পাশ করাবেন। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। এ সময় বিশেষ অতিথি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, সাভারের রাজনীতিতে মন্জুরুল আলম রাজীব ভাইয়ের মতো ত্যাগ কেও করেছেন বলে আমার জানা নাই। বিরুলিয়াবাসী যখনই কোন কাজে গিয়েছেন সাধ্যমত কাজ করে দিয়েছেন। আমি কিছুদিন পূর্বে ঋষিপাড়ার জনগনদের সাথে নিয়ে যাই। জনগনের কষ্টের কথা শুনে সাথে সাথে দশ লাখ টাকার ড্রেন পাশ করিয়ে দেন। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যায়।
শুধু বিরুলিয়া নয় পুরো উপজেলায় তিনি উন্নয়ন করেছেন। আপনারা সকলেই আগামী উপজেলা পরিষদের নির্বাচনে দল মত নির্বিশেষে ভোট দিয়ে জয় যুক্ত করবেন মঞ্জুরুল আলম রাজীব ভাইকে। এ সময় সাধারণ জনগণ অতিথিদের কথায় একাত্মতা প্রকাশ করেন।
Leave a Reply