নিজস্ব প্রতিবেদক : আসছে ৮ই মে অনুষ্ঠিত হবে সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচন,ইতি মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীরা করছে প্রচার প্রচারণা ভোটারদের কাছে টানতে প্রার্থীরা ব্যাবহার করছে নানা কৌশল,একই ভাবে ভোটাররা প্রার্থীর নানা গুনাগুণ বিশ্লেষণ করে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট প্রদান করবেন সিংগাইর উপজেলার বিভিন্ন জায়গাতে ঘুরে ভোটার ও নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী তারা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান (আনারস প্রতীক) মোঃ সায়েদুল ইসলাম (কাপ-পিরিচ প্রতীক)ও মোঃ হাকীম (দোয়াত কালী প্রতীক)
এদের মাঝে হাজী আব্দুল মাজেদ খান সাধারণ ভোটারদের ও নেতা কর্মীদের বিবেচনায় জনসমর্থনে এগিয়ে, এ বিষয়ে শায়েস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন মাজেদ খান তার দীর্ঘ জীবনের বেশিরভাগ সময় পার করছেন সাধারণ মানুষের সেবা করে প্রায় সাত বার বলধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে বলধরা ইউনিয়ন বাসীর সেবা করেছে সাধারণ মানুষ তাকে ভালোবাসে আশাকরি সে বিপুল ভোটে বিজয়ী হবে,এ সময় সিংগাইর থানা আওয়ামী লীগের সদস্য এডভোকেট লুৎফর রহমান বলেন হাজী মাজেদ খান তার কর্ম জীবনে সিংগাইর উপজেলা ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলকে নেতৃত্ব ও সাধারণ মানুষের সেবা করেছে কোন প্রকার দুর্নীতি অথবা সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি আশাকরি তিনি বিপুল ভোটে বিজয়ী হবে।এ বিষয়ে সাভার পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ বলেন বেক্তিগত ভাবে আমি তাকে চিনি দীর্ঘ সময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী হলে ব্যাপক উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা হাজী মাজেদ খান বলেন সাধারণ ভোটাররা আমার শক্তি দীর্ঘ সময় বলধরা ইউনিয়ন বাসীর সেবা করেছি সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে সেবার মান ও পরিধি উভয় বৃদ্ধি করতে পারবো এ সময় তিনি আরো বলেন এবার ইভিএম এর মাধ্যমে ভোট গ্ৰহন করা হবে বুঝে শুনে ভোট প্রদান করবেন সকল ভোটারা, এ সময় জয়ের ব্যাপারে শতভাগ আশাব্যাক্ত করেন তিনি।
Leave a Reply