মোঃ সাগর আহমেদ : সাভার উপজেলার সদর ইউনিয়নে রাজীবের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভার সদর ইউনিয়ন পরিষদে ৫,৬ ও ৭ নং ওয়ার্ডের জনগণের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক জাহাঙ্গীরনগর ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ সহ সাধারণ মানুষ। এ সময় প্রধান অতিথি মন্জুরুল আলম রাজীব বলেন সাভার উপজেলা পরিষদ কে সার্বজনীন রাখতে চেষ্টা করেছি বিগত ৫ বছরে জনগণের চাকর হয়ে তাদের সেবা করার চেষ্টা করেছি। ফখরুল আলম সমর বলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কে সাভারের বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিরা সমর্থন করছে । দুর্নীতি মুক্ত একটি সাভার উপজেলা গড়ার লক্ষ্য সর্বদা কাজ করেছে। এ সময় অন্যান্য বিশেষ অতিথিরা জানান বর্তমান উপজেলা চেয়ারম্যান সাভার বাসীর জীবন মান উন্নয়নে সবসময় কাজ করেছে সাভার উপজেলা বাসীর প্রতিটি আপদে বিপদে সাহায্য সহযোগিতা করেছে,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এ সময় অতিথিরা সাধারণ মানুষের মতামত শোনেন এবং তা পূরণ করার আশ্বাস প্রদান করেন।এ সময় সর্বস্তরের জনগণ অতিথিদের কথায় একাত্মতা প্রকাশ করেন।
Leave a Reply