স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক নারী এপিবিএন সদস্য নিহত হয়েছে। এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা-পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় একেএইচ গার্মেন্টসের কাছে আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসানা আক্তার (২২) বরিশাল জেলার কাউনিয়া থানার হবিনগর এলাকার বাসিন্দা। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কনস্টেবল পদে কর্মরত। তার স্বামীর নাম আব্দুল করিম খান। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা।
সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, নিহত আফসানা স্বামীর সাথে মটরসাইকেলে করে ধামরাইয়ের কালামপুর এলাকায় বোনের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাভারের হেমায়েতপুর এলাকায় একেএইচ গার্মেন্টসের কাছে আসলে সেলফি পরিবহনের একটি বাস মটরসাইলেটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। তখন মটরসাইকেল থেকে ছিটকে পরে বাসের চাকায় পিষ্ট হয়ে আফসানা ঘটনাস্থলেই মারা যায়। তার স্বামী আব্দুল করিম হাতে অল্প আঘাত পেয়েছেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply