বিশেষ প্রতিবেদক : দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরান বাড়ী এলাকায় এক পথ সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করে এ কথা বলেন গুম-খুন বিরোধী আন্দোলনের অন্যতম এ নেত্রী।
দলের আনুষ্ঠানিক এ নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে বিএনপি নেতারা এসময় বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল। বিরোধী মত দমনে দমন-পীড়নের পাশাপাশি গুম-খুনের পথ বেছে নিয়েছিল। গনতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। বাক স্বাধীনতা হরণ করেছিল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এখন সময় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
স্হানীয় বিএনপি নেতা সামছুল হকের সভাপতিত্বে এবং মাসুম হাওলাদারের সঞ্চালনায় বিএনপির সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ও সাভারে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সি. সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লা, বনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ, বিএনপি নেতা নাসিরুল ইসলাম নাসিম, যুবদল নেতা ফরহাদ হাওলাদারসহ স্হানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এরআগে ঢাক-১৪ সংসদীয় এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এ পথ সভায় যোগ দেন।
পরে নির্বাচনী এলাকা বনগাঁও ইউনিয়নের আরও কয়েকটি পথ সভায় যোগ দেন ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
Leave a Reply