বিশেষ প্রতিনিধি : আসছে ২০২৬ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০ টি সংসদীয় আসনসহ মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এাময় ঢাকা-১ আসনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ঢাকা-৩ সংসদীয় বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সংসদীয় আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ সংসদীয় আসনে নবীউল্লাহ নবী, ঢাকা-৬ সংসদীয় আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ সংসদীয় আসনে মির্জা আব্বাস, ঢাকা-১১ সংসদীয় আসনে এম কাইয়ুম, ঢাকা-১২ সংসদীয় আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সংসদীয় আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ সংসদীয় আসনে শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু’র নাম ঘোষণা করেন।
এছাড়াও বাকি থাকা ঢাকা- ৭, ৯, ১০, ১২, ১৩, ১৭, ১৮ ও ২০ সংসদীয় আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a Reply