1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ আওয়ামী দোসরদের দলে কোন ঠাই হবে না- শাহ মাইনুল হোসেন বিল্টু সাভারে ইয়ামিনের হত্যাযজ্ঞ দেখে রক্তে আগুন জ্বলে উঠে – ইঞ্জি. পলাশ সাভারে দোকান কর্মচারীকে হত্যা চেষ্টা

ধামরাইয়ে সাস’র উদ্যোগে কমিউনিটি আউটরীচ প্রোগ্রাম অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৪ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) পরিচালিক রেইজ প্রকল্পের উদ্যোগে কমিউনিটি আউটরীচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ধামরাই উপজেলা কনফারেন্স রুমে এ কমিউনিটি আউটরীচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি আউটরীচ প্রোগ্রামে সাস-এর উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আতিকুর রহমান, সাস ইসলামপুর শাখা ব্যবস্থাপক সৈয়াদা তামান্না ইতি, স্বপ্নডানা এর সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা,আরটিভি ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, রেইজ প্রকল্পের কেইচ ম্যানেজম্যান্ট অফিসার শেখ মো: খালিদ আকরাম এবং একাউন্টস অফিসার মো: ইব্রাহিম।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী বাবুল মোড়ল।

“ছোট উদ্যোগে মানব সভ্যতার বিকাশ” এই প্রতি পাদ্যকে সামনে রেখে দক্ষ মানব সম্পদ গঠন মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং আত্ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রেইজ প্রকল্পের অধীন কমিউনিটি আউটরীচ প্রোগ্রাম করা হয়েছে।

ধামরাই এলাকার প্রায় শতাধিক বেকার যুবক উপস্থিত ছিলেন। যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ৬ মাসব্যাপি শিক্ষানবিশ/ ভোকেশনাল প্রশিক্ষণ গুরুদের মাধ্যমে হাতে-কলমে শিক্ষা দান করা হয়। বেকার তরুনদের ৬ মাসব্যাপি প্রশিক্ষণের মধ্যে রয়েছে-বিউটিফিকেশন, ফ্যাশন গার্মেন্টস, মোবাইল সার্ভিসিং, এসি-ফ্রিজ মেরামত, ইলিকট্রিক্যাল, ওয়েলডিং, অটো মোবাইল, মটর সাইকেল সার্ভিসিং ইত্যাদি। উক্ত প্রশিক্ষণে শিক্ষানবিশদের প্রশিক্ষণের খরচ ছাড়াও জন প্রতি ২১ হাজার টাকা করে স্কলারশীপ হিসেবে প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে চাকুরীর ব্যবস্থা করা হয়। এছাড়া ক্ষুদ্র তরুন উদ্যোক্তাদের স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ এবং ব্যবসা বড় করার জন্য ১৬ দিনব্যাপি ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।

বাংলাদেশের মোট কর্মসংস্থানের ৮৬.২% অনানুষ্ঠানিক খাতে এবং ৭৮% কুটির ও ক্ষুদ্র উদ্যোগের সাথে সম্পৃক্ত যা টেকসই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোভিড-১৯-এর কারণে অন্যান্য খাতের মত অনানুষ্ঠানিক খাতেও বিরুপ প্রভাব পড়েছে। এরই প্রেক্ষিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) রেইজ প্রকল্পের মাধ্যমে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত শহর ও উপ-শহরাঞ্চলের ক্ষুদ্র উদ্যোগ পুনরায় সচল করার লক্ষ্যে উদ্যোক্ততাদের সক্ষমতা বৃদ্ধি ও ঋণ সহায়তা প্রদান, দেশের অনানুষ্ঠানিক খাতে নিযুক্ত ক্ষুদ্র উদ্যোক্তাদেও সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নিম্ন-আয়ের পরিবারভুক্ত তরুণদের শিক্ষানবীশ কর্মসূচীর মাধ্যমে চেকসই কর্মসংস্থানে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যেমন দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চর, হাওড়, পার্বত্য অঞ্চল, চা বাগান ও উপক’লীয় এলাকা এবং প্রতিবন্ধী তরুনদের এই প্রকল্পে অংশগ্রহণে অগ্রাধিকার দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ