1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ আওয়ামী দোসরদের দলে কোন ঠাই হবে না- শাহ মাইনুল হোসেন বিল্টু সাভারে ইয়ামিনের হত্যাযজ্ঞ দেখে রক্তে আগুন জ্বলে উঠে – ইঞ্জি. পলাশ সাভারে দোকান কর্মচারীকে হত্যা চেষ্টা

সাভারে অনাড়ম্বর অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো এসকে মেশিনারিজের বার্ষিক পরিবেশক সম্মেলন

  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এসকে ম্যাশিনারিজের বার্ষিক পরিবেশক সম্মেলন।
শুক্রবার দিনভর থিমপার্ক খ্যাত ফ্যান্টাসি কিংডম ওয়ার্ল্ড-এ “গুনে ভালো, দামে কম, এস কে পন্য জয় করেছে ব্যবসায়ীদের মন” এ শ্লোগানকে সামনে রেখে ক্রেষ্ট বিতরণ, র‌্যাফেল ড্র, আলোচনা সভাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এস কে ম্যাশিনারিজের পরিবেশকরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরে মধ্যান্ন ভোজের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। পরে ব্যবসায় বিশেষ অবদান রাখায় পরিবেশকদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়। পরিবেশকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটি’র ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন আহমেদ। পরে বিজয়ী পরিবেশকদের মাঝে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন চায়নার বিখ্যাত কোম্পানী সানডি’র চেয়ারম্যান ফং সাং লী, সহকারী হনেল লী, মেইনবোন গ্রুপের ক্লাইড উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করে তুলেন এবং বাংলাদেশে ব্যবসার পরিবেশ ভালো উল্লেখ করে এস কে ম্যাশিনারিজ কোম্পানীর সাথে ব্যবসা করতে পেরে গর্ববোধ করেন এবং ব্যবসায়ীক এ সম্পর্ক অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এসকে ম্যাশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ের প্রথম এবং প্রধান মূলধন হচ্ছে সততা। সততা থাকলে ব্যবসায় সফলতা আসবেই। প্রান্তিক গরীব মানুষ ইজিবাইক চালক এবং ব্যবহার কারী। তিনি বলেন, সরকার যথেষ্ঠ সুযোগ সুবিধা দিচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএ গ্রুপের সমন্বয়ক হাসান মঞ্জুর, বাংলাদেশ এগ্রিকালচার মার্চেন্টে এসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমেদ, বাংলাদেশ থ্রি হুইলার ম্যানুফাকচার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সামাদসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ