1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

সাভারে চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে চাঁদা না দেওয়ায় সশস্ত্র হামলা চালিয়ে আনোয়ার হোসেন আনু নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এসময় তার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।

বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার নামাগেন্ডা মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, ব্যবসায়ী আনোয়ার হোসেন আনু (৪১) সাভার পৌরসভার নামাগেন্ডা ময়লার মোড় এলাকায় আনোয়ার এন্ট্রারপ্রাইজ নামের একটি রড সিমেন্টের দোকান দিয়া সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি স্হানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ আনোয়ার আলী মোল্লা (৫৫), রাশেদ মোল্লা (৩০),বাকের মোল্লা (৩৩)সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে দশ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে, ভয়ভীতিসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে সাভার পৌরসভার গেন্ডা মহিলা মাদ্রাসার পাশে ফাঁকা জায়গায় একা পেয়ে রাশেদ মোল্লা, বাকের মোল্লা ও আনোয়ার আলীসহ অজ্ঞাতনামা বেশকয়েকজন জন দেশীয় অস্ত্রে শস্ত্র নিয়ে ব্যবসায়ী আনোয়ার হোসেন আনুর উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা ব্যবসায়ী আনোয়ার হোসেন আনুকে পিটিয়ে ব্যাপক মারধর করে রাস্তায় ফেলে তার সাথে থাকা নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এসময় তাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়।
ব্যবসায়ী আনোয়ার হোসেন আনু অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদার টাকা না পেয়েই সন্ত্রাসীরা এ হামলা চালায় বলেও তিনি জানান। তারা বিএনপির-জামাতের নাশকতামূলক মামলার আসামী।
সাভার মডেল থানার (এসআই) তানভীর আহমেদ জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ