বিশেষ প্রতিনিধি : ঢাকার সাভার ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমানের নেতৃত্বে সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাজু, সাভার থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী জুলাই যোদ্ধা কমল চন্দ্রসহ সাভার উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ প্রতিবাদী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এসময় অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিলের মাধমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।নিষিদ্ধ হয়েও প্রশাসনের নিষ্কৃিয়তার সুযোগে তারা প্রকাশ্যে এসে মিছিলের মাধমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। স্বৈরশাসক শেখ হাসিনা সদলবলে পালিয়ে গেলেও আসছে ফেব্রুয়ারীর নির্বাচনকে সামনে রেখে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে সন্ত্রাসী এ সংগঠনের সন্ত্রাসীরা। দেশবাসীর প্রতি অবিলম্বে এসব সন্ত্রাসীদের আটক করে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান ছাত্রদলের নেতা-কর্মীরা।
Leave a Reply