বিশেষ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ঢাকা-১৯ সাভারসহ মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদীয় আসন ঢাকা-১৯ সাভারের আসনে প্রতিদ্বন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু’র নাম ঘোষণার পরপরই আনন্দ উল্লাসে ফেটে পড়ে সালাউদ্দিন বাবু সমর্থিত কর্মী সমর্থকরা। দলের মহাসচিবের ঘোষণার পরপরই সাভারের বিভিন্নস্হান থেকে দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। এসময় তারা মিছিল সহকারে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু’র ব্যাংক কলোনীস্হ বাসভবনে গিয়ে জড়ো হন। শুকরিয়া জানিয়ে অনেকে মিষ্টি বিতরণ করেন। পুরো সাভার জুড়ে এদিন বিএনপির মনোনয়নের বিষয়টি টক অব দ্যা সাভারে পরিনত হয়।
বিএনপি’র কেন্দ্রীয় সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ঢাকা-১৯ সাভারের ধানের শীষের কান্ডারী ডা. সালাউদ্দিন বাবু এসময় দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এ বিজয় আমার একার নয়, এ বিজয় আপনাদের সকলের। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামীর নির্বাচন হবে চ্যালেঞ্জিং নির্বাচন। এ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। সাধারণ মানুষের মন জয় করে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান তাৎক্ষণিক এক প্রতিকৃয়ায় বলেন, ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ভাই সর্বজন স্বকৃীত একজন ভালো মানুষ। দলের হাইকমান্ড তার উপর আস্হা রাখায় দলের স্হানীয় নেতা-কর্মীরা উল্লসিত। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জয়ের মালা বিএনপির ঘরেই আসবে।
সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জানান, সালাউদ্দিন বাবু ভাই সাভারের বিএনপিকে শক্তিশালী করেছেন। অতীতের চেয়ে সাভার বিএনপি আজ অনেক গতিশীল। বাবু ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই আজ ঐক্যবদ্ধ আছি। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামীর নির্বাচনে বিজয়ের মালা আমরাই পরলড়বো।
তবে, এদিন ঢাকা-৭, ৯, ১০, ১২, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।
Leave a Reply