1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ আওয়ামী দোসরদের দলে কোন ঠাই হবে না- শাহ মাইনুল হোসেন বিল্টু সাভারে ইয়ামিনের হত্যাযজ্ঞ দেখে রক্তে আগুন জ্বলে উঠে – ইঞ্জি. পলাশ সাভারে দোকান কর্মচারীকে হত্যা চেষ্টা

সাভারে রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর প্রতিনিধি দল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫০ জন পড়েছে
স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সাভারে সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এর অধীনে বাস্তবায়িত রেইজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সাস-এর প্রধান কার্যালয়ে প্রতিনিধি দলকে স্বাগত জানান সংস্থাটির নির্বাহী পরিচালক হামিদা বেগম।
প্রতিনিধিদের দলে বিশ্বব্যাংকের সদর দপ্তরের সিনিয়র ফাইন্যান্স অফিসার তিপাওয়ান ভুটাপ্রতীপ, বিশ্বব্যাংক ঢাকা অফিসের সিনিয়র সোশ্যাল প্রোটেকশন ইকোনমিস্ট ও রেইজ প্রকল্পের টাস্ক টিম লিডার আনিকা রহমান, সিনিয়র অপারেশনস অফিসার আসনা জারিন, ফাইন্যান্স অফিসার ফাতেমা জোহরা, সোশ্যাল প্রোটেকশন কনসালটেন্ট মাসুদ রানা, ফাইন্যান্স অ্যানালিস্ট গৌরব মোদাক এবং ইটিটি ফাইন্যান্স টিমের প্রতিনিধি স্বর্ণা চাকমা উপস্থিত ছিলেন।
শুরুতেই প্রতিনিধি দলটি রেইজ প্রকল্পের ২০জন তরুন উদ্যোক্তাদের নিয়ে ১৬ দিনব্যাপি আয়োজিত ‘ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন’ প্রশিক্ষণে অংশ নেওয়া উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতে সফল উদ্যোক্তা হওয়ার পথে অনুপ্রেরণা দিয়েছে।
এরপর প্রতিনিধি দলটি মাঠপর্যায়ে গিয়ে রেইস প্রকল্পের আওতায় বাস্তবায়িত তরুণ উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তারা উদ্যোক্তাদের অগ্রগতি ও সৃজনশীল উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও মহাব্যবস্থাপক (কার্যক্রম) দিলীপ কুমার চক্রবর্তী, উপ-প্রকল্প সমন্বয়কারী ও ব্যবস্থাপক (কার্যক্রম) গোলাম জিলানী, সাস এর যুগ্ম পরিচালক মো: সাইদুল ইসলাম, উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ, মৃদুল চক্রবর্তী ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী বাবুল মোড়লসহ সাস এবং রেইস প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ