1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ আওয়ামী দোসরদের দলে কোন ঠাই হবে না- শাহ মাইনুল হোসেন বিল্টু সাভারে ইয়ামিনের হত্যাযজ্ঞ দেখে রক্তে আগুন জ্বলে উঠে – ইঞ্জি. পলাশ সাভারে দোকান কর্মচারীকে হত্যা চেষ্টা

বৃষ্টিতে ভিজেও আলালের স্বরনসভায় জনস্রোত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫১ জন পড়েছে

 

সাভার প্রতিনিধি: সারা দিন বৃষ্টি হচ্ছে তখনো মাঠে দাঁড়িয়ে একটি প্যান্ডেল, আশেপাশে রাস্তা ঘাট অনেকটাই ফাঁকা কিন্তু স্বরনসভায় লোকে লোকারণ্য, বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে রয়েছে হাজারো সাধারণ মানুষ, কারন আজকে সাভার থানা বিএনপির প্রয়াত সভাপতি মাহমুদুল হাসান আলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী, তাকে স্বরনে এই সভায় উপস্থিত হয়েছে তারা।রোদ, বৃষ্টি, ঝড়ে যেকোনো বিপদে পাশে দাঁড়াতেন আলাল, আজকে তারই প্রতিদান দিতে যেন এসেছে তারা,তার স্বরনসভার আয়োজনে কোন কমতি রাখেননি তার ছোট ভাই আনোয়ার হোসেন।এমনটি ঘটেছে সাভারের বিরুলিয়া আক্রান মাঠে।

উক্ত সভায় বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক,ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ মাইনুল হোসেন খান বিল্টু, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ,ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ,সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, ,সহ অন্যান্য নেতা কর্মীরা।

এ সময় নেতা কর্মীরা জানান আমরা এখনো আলাল চেয়ারম্যান কে ভুলতে পারিনি, দলের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দল ও নেতাকর্মীদের পাশে ছিলেন, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তার ঝুড়ি মেলা ভার, স্বল্প জীবনের মধ্যে অনেক মানুষের মন জয় করেছিলেন তিনি।

এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন আপনারা এ ভাবে বৃষ্টিতে ভিজে আমার ভাইয়ের স্বরনে এসেছেন এতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ,আমি আমার ভাইয়ের মতো আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।

এসময় সাধারণ জনতারা জানান আমরা আলাল চেয়ারম্যান কে হারানোর মধ্যে দিয়ে যে সম্পদ হারিয়েছি তা পূরণ হবার নয়,তার ভাই আনোয়ার হোসেন আমাদের সেবায় নিয়োজিত আছে, ভবিষ্যতে তাকে জনপ্রতিনিধি হিসেবে আমরা পেতে চাই

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ