স্টাফ রিপোর্টার : দেশব্যাপী ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম কর্মসূচী শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ভালো ও সৎ মানুষ তাদের সদস্য করতে হবে। শিক্ষক, উকিল, চাকুরীজীবি, পোশাক শ্রমিকসহ যাদের সমাজে সুনাম রয়েছে তাদেরকে নিতে হবে।
বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে সাভার পৌরসভা, থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসময় আরও বলেন, বিএনপি বড় ও জনপ্রিয় একটি রাজনৈতিক দল, এই দলে ছিদ্র দিয়ে কিছু দুষ্কৃতিকারী ঢুকতে পারে, তবে আমরা সজাগ রয়েছি, কেউ যদি সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনীসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রুহুল কবির রিজভী এসময় আরো বলেন, দেশে খুন, গুম বেড়েছে, মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে, দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে।
মিটফোর্ডের ঘটনার উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এ ঘটনায় বিএনপি কঠোর ব্যবস্হা নিয়েছে। এখন এ ঘটনার বিচার করবে আদালত, কিন্তু একটি রাজনৈতিক দল এ নিয়ে রাজনীতি করছে।
সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদির, সি. সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ ও সি. যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান।
এরআগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকার ধামরাইয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন।
Leave a Reply