স্টাফ রিপোর্টার : সাভার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এক দোকান কর্মচারীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আশংকাজনক অবস্থায় ওই কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ওই ব্যবসায়ীর নাম সুলতান মিয়া (৩৮)। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হলেও পুলিশ কোন ব্যবস্হা গ্রহন করেননি বলে জানিয়েছে হামলার শিকার ভূক্তভোগী সুলতান মিয়া।
গত সোমবার (২১ জুলাই) সাভার পৌরসভার ভাগলপুর সিরামিক বাজার এলাকায় গোশত ব্যবসায়ী আয়নাল হকের দোকানে হামলার এ ঘটনা ঘটে।
হামলার শিকার সুলতান মিয়া অভিযোগ করে বলেন, আমি ভাগলপুর সিরামিক বাজার এলাকায় গোশত ব্যবসায়ী আয়নাল হকের দোকানে দীর্ঘ ৫ বছর ধরে কাজ করছি। গত সোমবার দুপুরে আমি দোকানে কাজ করার সময় পাশ্ববর্তী সফি মিয়ার ছেলে বখাটে আল-আমিন পূর্ব শত্রুতার জের ধরে আমাদের দোকানে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এসময় সে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথাসহ শরীরের বিভিন্নস্হানে আঘাত করে এবং আমার সাথে থাকা দোকানের ৮হাজার টাকা নিয়ে যায়। এতে আমার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্নস্হানে আঘাতপ্রাপ্ত হই। আমি এসময় পড়ে গেলে স্হানীয়রা আমাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি এ ঘটনার ন্যায় বিচার দাবী করে বলেন, হামলার এ ঘটনায় আমি একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো কোন ব্যবস্হা নেয়নি।
দোকান মালিক আয়নাল হক বলেন, একটি দোকানে ঢুকে কর্মচারীকে এভাবে মারপিট ও টাকা নিয়ে যাওয়ার ঘটনায় আমরা ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি এ ঘটনায় পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, প্রকাশ্যে দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় স্হানীয় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা না হলে আন্দোলনে নামারও হুশিয়ারি দেন ব্যবসায়ীরা।
Leave a Reply