বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগের দোসরদের দলে কোন ঠাই হবে না উল্লেখ করে ঢাকা জেলা বিএনপির সি. সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেছেন, বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমে যদি আওয়ামী লীগ ও তাদের দোসররা স্হান পায় তাহলে এর দায় দায়িত্ব সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বহন করবেন। কোনভাবেই এর দায় তারা এড়াতে পারবেন না।
শনিবার (২৩আগস্ট) বিকেলে সাভার পৌরসভার তালবাগে ৬ নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাভার পৌর বিএনপির সি. যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান। এসময় স্বাগত বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামিরুল হক সামির।
দুপুরের পর থেকেই ৬ নং ওয়ার্ডের উলাইল, কর্ণপাড়া, কাতলাপুর, রাজাবাড়ী, ভাগলপুর, তালবাগ থেকে অনুষ্ঠানস্হলে আসতে শুরু করেন দলীয় নেতা-কর্মীরা। নতুন সদস্য হতেও আসেন অনেকে।
এসময় সাভার পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আওয়ামী দোসররা ওৎ পেতে রয়েছে বিএনপির সদস্যপদ সংগ্রহের জন্য। কোনক্রমে তারা বিএনপির সদস্য পদ নিয়েই অরাজকতা সৃষ্টি করে বিএনপির উপর এর দায়ভার চাপানোর চেষ্টা করবে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওয়ার্ড নেতারা।
সাভার পৌর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ বলেন, যারা বিগত ১৬-১৭ বছর আওয়ামী লীগের সাথে থেকে বিএনপির নেতা-কর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। স্বজনপ্রীতি কিংবা অন্য কোন উপায়ে, কোনভাবেই যেন তারা বিএনপির সদস্য হতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি’র বক্তব্যে সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু এসময় বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোন দোসররাও যেন বিএনপির সদস্য হতে না পারে। সদস্য হতে পারলেই তারা বিভিন্ন ধরনের ফায়দা লুটার চেষ্টা করবে, তা হতে দেওয়া হবে না।
২০২৬ এর ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দল। অতীতে জনগনের ভোট নিয়েই বিএনপি ক্ষমতায় এসেছে। আগামীতেও বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কিন্তু এজন্য জনগনের কাছে যেতে হবে। তাদের মন জয় করতে হবে। নিবর্বাচনকে সামনে রেখে জামায়াড ও এনসিপি নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেন, আপনারা জানেন জামায়াতের কর্মকান্ড। তাদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপিতে কোন দখলবাজদের জায়গা হবে না উল্লেখ করে খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেন, কেউ যদি মনে করেন বিএনপি করে অন্যের জায়গা-জমি, টাকা-পয়সা দখল করবেন তা হবে না, মানুষের উপর অত্যাচার করবেন তা প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপি এ ব্যাপারে জিরো ট্রলারেন্স।সে যেই হক তাকে কোন ছাড় দেওয়া হবে না।
সাভার পৌর বিএনপির সি. সহ-সভাপতি ইব্রাহীম হোসেন, সহ-সভাপতি অপু, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবুল বাশার তুহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জুলাই যোদ্ধা ইঞ্জি. মনিরুল ইসলাম পলাশ, বিএনপি নেতা ও জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, জসীম উদ্দিনসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠানস্হলে ঢাকা জেলা যুবলীগের সভাপতি কুখ্যাত সন্ত্রাসী মিজানুর রহমানের সহযোগী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা রজ্জবসহ কয়েকজন উপস্থিত থাকায় দলের ত্যাগী নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করে এর প্রতিবাদ জানায়। পরে এ ঘটনায় দলের সিনিয়র নেতৃবৃন্দের এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply