1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ আওয়ামী দোসরদের দলে কোন ঠাই হবে না- শাহ মাইনুল হোসেন বিল্টু সাভারে ইয়ামিনের হত্যাযজ্ঞ দেখে রক্তে আগুন জ্বলে উঠে – ইঞ্জি. পলাশ সাভারে দোকান কর্মচারীকে হত্যা চেষ্টা

সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ জন পড়েছে

বিশেষ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা-১৯ সাভার সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। ব্যারিস্টার শিহাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেসে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের সঙ্গে বন্ধুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত বন্ধুরা বলেন, নেতৃত্ব হলো একটি ‘শিল্প’, যার মাধ্যমে একটি দল বা সংস্থাকে কার্যকর করা যায়, দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা হয় এবং সততার সঙ্গে সদস্যদের অনুপ্রাণিত করে সম্মিলিত লক্ষ্য অর্জনে পরিচালিত করা হয়। সততা, দৃঢ় নৈতিকতা এবং উচ্চ নৈতিক মান একজন ভালো নেতার অপরিহার্য গুণ। একজন সফল নেতা ব্যক্তিত্ব, সাহসিকতা, স্বচ্ছ দৃষ্টি এবং উচ্চাকাঙ্ক্ষার অধিকারী হন এবং দলকে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে উৎসাহিত করে সাংগঠনিক সফলতা নিশ্চিত করেন। মূলত নেতাদের শিক্ষা, চরিত্র, গুণাবলি ও কার্যক্ষমতার ওপরই একটি সমাজ, গোষ্ঠী ও রাষ্ট্রের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে। আর সেই গুণগুলো আমরা আমাদের বন্ধু ব্যারিস্টার শিহাবের মধ্যে দেখতে পাই। আমরা আশা করি, দল অবশ্যই যোগ্য লোককে ঢাকা-১৯ আসনের দায়িত্ব প্রদান করবে।

মতবিনিময় সভায় বন্ধুরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ব্যারিস্টার শিহাবের কৃতিত্বের কথা তুলো ধরে জানান, ব্যারিস্টার শিহাব বিগত ফ্যাসিস্ট আমলে মিথ্যা মামলার যাঁতাকলে পিষ্ট বিএনপি ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আইনগত সহায়তা প্রদান করেছেন। এছাড়া আইনজীবী ফোরাম আয়োজিত আন্দোলন-সংগ্রামে ছিলেন অগ্রভাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে অনুষ্ঠিত সিনেট নির্বাচনে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এজন্য তাঁকে মিথ্যা মামলার আসামি হয়ে ভোগান্তি পোহাতে হয়।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান মতবিনিময় সভায় বলেন, “দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা তার পক্ষেই কাজ করব। নেতা নয়, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ধানের শীষকে বিজয়ী করা। স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু করেছি। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছি। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। যারা নির্বাচন নিয়ে নেতিবাচক বলছেন তারাও একটি পর্যায়ে ইতিবাচক হয়ে যাবেন বলে আশা করছি। তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ করছি। আর মাঠ পর্যায়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের যাচাই করা হচ্ছে। নির্বাচন যথাসময়ে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আমরা চাই, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসুক।”

মতবিনিময় সভায় বন্ধু মহলে থাকা চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ সর্বস্তরের সুধিজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ