1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ আওয়ামী দোসরদের দলে কোন ঠাই হবে না- শাহ মাইনুল হোসেন বিল্টু সাভারে ইয়ামিনের হত্যাযজ্ঞ দেখে রক্তে আগুন জ্বলে উঠে – ইঞ্জি. পলাশ সাভারে দোকান কর্মচারীকে হত্যা চেষ্টা

সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২ জন পড়েছে

বিশেষ প্রতিনিধি : সাভারে বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত একটি ভয়ংকর ভূমিদস্যু চক্র। এবার প্রভাবশালী রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে পৌরসভা এলাকায় সরকারের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে ভূমিদস্যু এ চক্রটির বিরুদ্ধে। সংশ্লিষ্ট প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্হানীয়রা। সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

লীজ গ্রহীতা, স্হানীয় বাসিন্দা, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ একাধিক ব্যক্তির কাছ থেকে পাওয়া অভিযোগ ও দৈনিক সংবাদ প্রবাহ ডট কমের অনুসন্ধানে উঠে এসেছে সরকারি সম্পত্তি আত্মসাৎের ভয়ংকর এসব তথ্য।

অনুসন্ধানে জানা গেছে, সাভার পৌরসভার দক্ষিণ দরিয়াপুর মৌজায় আরএস ৩৩৮ নং দাগের ১৩ শতাংশ জমি সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে প্রায় ২০ বছর পূবর্বে বিধি অনুযায়ী লীজ গ্রহন করে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোগ দখল করে আসছেন। নিয়মিত লীজ মানি প্রদান করছেন সরকারি কোষাগারে।

২০১৮ সালে পতিত স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন ভূমি মন্ত্রনালয়ের সিদ্ধান্তনুযায়ী ভিপি সম্পত্তির মালিকানা যাচাই স্বাপেক্ষে ব্যাক্তি মালিকানায় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সুযোগে সাভারসহ দেশের বিভিন্নস্হানে গড়ে উঠে ভয়ঙ্কর ভূমিদস্যু চক্র যার নেতৃত্ব দেন আওয়ামী লীগ, যুবলীগসহ কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় সাভার পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬ নং ওয়ার্ডের আবাসিক এলাকা ভাগলপুরের দক্ষিণ দরিয়াপুর মৌজায় আরএস ৩৩৮ নং দাগের প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ শতাংশ সরকারি (ভিপি) সম্পত্তি আত্মসাৎের অসৎ উদ্দেশ্যে সাভার থানা আওয়ামী লীগ ও যুবলীগের প্রভাবশালী দুই নেতার সমন্বয়ে গড়ে উঠা এলাকার ভূমিদস্যু চক্রের সদস্যরা উক্ত দাগের সম্পত্তির ভূয়া মালিক সাজিয়ে স্বর্গীয় গঙ্গা রানী সাহার ওয়ারিশগনের কাছ থেকে লিখে নেন। পরবর্তীতে এ জমি খারিজ করতে গেলে মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা দায়ের হলেও তৎকালীন স্বৈরশাসক আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিজেদের পক্ষে প্রাথমিক রায় নেন ভূমিদস্যু চক্রের সদস্যরা। পরবর্তীতে আরেকটি মামলা দায়ের হয়। এ সুযোগে ভূমিদস্যু চক্রের সদস্যরা সরকারের (ভিপি) ওই ১৩ শতাংশ জমি দখলে যেতে চাইলে বাধ সাধে লীজ গ্রহীতাগনসহ স্হানীয় এলাকাবাসী। এলাকাবাসী বাঁধার মুখে ফিরে আসে তারা। পরে একাধিকবার দখলের চেষ্টা করলেও এলাকাবাসীর প্রতিরোধের মুখে অবস্হা বেগতিক দেখে ব্যর্থ হয় তারা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের পতন হলে ভূমিদস্যু চক্রের আওয়ামী লীগ যুবলীগের প্রভাবশালী ওই দুই নেতা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় বেশ কিছুদিন চুপ ছিল ভূমিদস্যু চক্রের অন্যান্য সদস্যরা। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে তারা। সম্প্রতি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে সরকারের ওই সম্পত্তিতে মালিকানা দাবী করে দখলের উদ্দেশ্যে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে নিয়মিত লীজমানি প্রদান করা লীজ গ্রহিতারা। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কঠোর প্রতিবাদ জানিয়েছেন স্হানীয়রা।

অপর এক অনুসন্ধানে জানা গেছে, সাভার পৌরসভার ভাগলপুর মৌজার দক্ষিণ দরিয়াপুর মৌজায় আরএস ৪৬ নং দাগের প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ৩৬ শতাংশ সরকারি (ভিপি) জমি ব্যক্তি মালিকানা দাবী করে বিক্রির পায়তারা করছে একই ভূমিদস্যু চক্রের সদস্যরা। পরিত্যক্ত অবস্হায় থাকায় ২০২২ সালে সরকারের (ভিপি) ওই ৩৬ শতাংশ জমি লীজ গ্রহনের জন্য আবেদন করেন সাভারের ৬ জন ভূমিহীন গণমাধ্যম কর্মী। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় যথাযথ যাচাই বাছাই শেষে বিধি অনুযায়ী ওই ৩৬ শতাংশ জমি থেকে ৩ শতাংশ করে ওই ৬ গণমাধ্যম কর্মীকে ১৮ শতাংশ জমি লীজ প্রদান করেন। পৃথক আবেদন থাকায় বাকি থাকা ১৮ শতাংশ জমি নামে লীজ প্রদান করা হয় অপর আবেদনকারীর নানে। লীজ প্রদানের পর পূর্বের লীজ গ্রহিতার বকেয়া থাকা ১৭ বছরের লীজমানি এককালীন প্রদান করেন গণমাধ্যম কমর্মী ওই ৬ লীজ গ্রহিতা। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাভারের প্রভাবশালী এক নেতার নির্দেশ ও অনৈতিক সুবিধা গ্রহন করে কোন কারন ছাড়া পূর্বের লীজ গ্রহিতাদের অবগত না করেই পূবর্বের লীজ বাতিল করে চিহ্নিত ওই ভূমিদস্যু চক্রের সদস্যদের নামে নতুন করে লীজ প্রদান করেন নানা কারনে বিতর্কিত ও সমালোচিত তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার। এ নিয়ে প্রতিবাদ জানিয়েও কোন প্রতিকার পায়নি লীজ গ্রহনকারী ভূক্তভোগীরা। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হলেও সরকারি (ভিপি) সম্পত্তি লীজ বাতিল/প্রদানের একক ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তার থাকায় আইনী কোন সহায়তা পায়নি দীর্ঘদিনের লীজমানি পরিশোধ করা লীজ গ্রহীতা ক্ষতিগ্রস্হ এসব গণমাধ্যম কর্মীরা। লীজ গ্রহন করেই ভূমিদস্যু চক্রের সদস্যরা প্লট তৈরী করে বিক্রি চেষ্টা করছে। তবে এ ঘটনায় সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি তাদের লীজ কেন বাতিল করা হবে না তার কারন জানতে চেয়ে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী লীজ গ্রহীতা শামীম আহমেদ দৈনিক সংবাদ প্রবাহ ডট কমের এ প্রতিবেদককে জানান, সরকারের এ জমিতে আমরা ৭ টি পরিবার প্রায় ২০ বছর ধরে সরকারের কাছ থেকে লীজ নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। বিগত স্বৈরাচার সরকার আওয়ামী লীগ, যুবলীগের গুন্ডা বাহিনী ও দালালাহ কতিপয় ভূমিদস্যু চক্রের সদস্যরা সরকারের এই জমি জাল দলিলের মাধ্যমে নিজেদের মালিকানা দাবী করে দখলের পায়তারা করে আসছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় মাঝে কিছু দিন নীরব থাকলেও আবার দখলের চেষ্টা করছে ভূমিদস্যু চক্রের অন্যান্য সদস্যরা। এমন অবস্থায় নিজেরসহ পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সাভার নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বাবুল মোড়ল দৈনিক সংবাদ প্রবাহ ডট কম-কে বলেন, ভূমিদস্যুদের কারনে সরকারি সম্পত্তি এভাবে বেহাত হয়ে যাওয়ায় রাজস্ব হারানোর পাশাপাশি সরকারি সম্পত্তি ধীরে ধীরে কমে যাচ্ছে যা মোটও কাম্য নয়। তিনি বলেন, বৃহত্তর সাভার উপজেলায় সরকারি সম্পত্তি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসতে হবে, নিতে হবে কঠোর পদক্ষেপ। তবেই মিলবে প্রতিকার।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান সংবাদ প্রবাহকে জানান, সরকারি সম্পত্তি আত্মসাৎ চেষ্টার অভিযোগ ইতিমধ্যেই আমি পেয়েছি। এসিল্যান্ডকে বিষয়টি খোঁজ নিতে বলা হয়েছে। সত্যতা পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ