বিশেষ প্রতিনিধি : সাভারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সাভার বাজার রোডের মিয়া অয়েল মিলের মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে সাভার পৌর বিএনপি (১,২ ও ৩ নং ওয়ার্ড) ও এর সহযোগী সংগঠন।
সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু’র সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই দেশে গণতন্ত্র পূণরুদ্ধারে বিএনপি’র বিকল্প নেই। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আগামীতে বিজয়ী হয়ে তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস-চাদাঁবাজ ও মাদকমুক্ত একটি সুন্দর ও পরিচ্ছন্ন সাভার-আশুলিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দলীয় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভূলে গিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকারও আহ্বান জানান তিনি।
সাভার পৌর বিএনপির সি. সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদির, সি. যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান, ছাত্রদল নেতা আতিকুর রহমান রাজু, কমল চন্দ্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply