সংবাদ প্রবাহ ডেস্ক : সাভারের আশুলিয়ায় ১৪ সদস্যের ডাকাত দলের হামলায় নিরাপত্তা কর্মী নিহত। এলোপাথাড়ি গুলি ছুঁড়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। রোববার ভোর আনুমানিক ৪টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় আমির দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রতনপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি আমির দেওয়ানের ভাইয়ের ছেলের মালিকানাধীন নীট ২০০৭ লিমিটেড কারখানার নিরাপত্তা কর্মী। নিহত আব্দুল কাদেরের স্বজন আবুল খায়ের বলেন, ভোরে আমির দেওয়ানের বাড়ির পিছনের গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে মুখোশ পরিহিত ১২-১৪ সদস্যের ডাকাত দল।
ডাকাতদের উপস্থিতি টের পেয়ে আমির দেওয়ানের ভাই মজিবর দেওয়ান চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয়রা একত্রিত হয়ে বাড়ির দিকে এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা কর্মী আব্দুল কাদেরের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায় ডাকাতরা।
আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীট ২০০৭ লিমিটেড কারখানার মালিক আসাদুল ইসলাম মামুন বলেন, ভোরে তার চাচা আমির দেওয়ানের বাসায় ডাকাত দল প্রবেশ করে। বাসার লোকজনের চিৎকারে স্থানীয়রাসহ পাশে থাকা তার কারখানার তিন কর্মী এগিয়ে যান।
এ সময় ডাকাত দল গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মী আব্দুল কাদেরের চোখে গুলি লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এসব আঘাত গুলির নয় বলে জানিয়েছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ।
তিনি বলেন, ভোরে আব্দুল কাদের নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু এসব আঘাত গুলির নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
Leave a Reply