সাভারের ভূমি মালিকসহ সর্ব সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, মাননীয় মহাপরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ, ঢাকা মহদোয়ের ২৮/১২/২০২২ খ্রিষ্টাব্দ তারিখে ১০.০৫.০০০০.০০৪.৯৯.০৩৯.২২-৫৬১(৬১) স্মারক আদেশ এবং জেলা রেজিষ্ট্রার, ঢাকার ০৩/০১/২০২৩ খৃষ্টাব্দ তারিখের ২১ (২০) স্মারক মোতাবেক নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ের ২০০৭ সনের ৩৫৫০১ নং দলিল হইতে ২০১৩ সনের ১৯৩৮০ নং দলিল পর্যন্ত সকল দাবী বিহীন দলিল সমূহ (রেজিষ্ট্রিকৃত ও অগ্রাহ্যকৃত উভয় প্রকার দলিল) রেজিষ্ট্রেশন আইনের ১৯০৮সনের ১৬নং আইনে ৮৫ ধারা মোতাবেক আগামী ০১/১১/২০২৩ খৃষ্টাব্দ তারিখে ধ্বংস করা হইবে। উল্লেখিত সময়ের মধ্যে দাবিদার বিহীন দলিল সমূহ উপযুক্ত ৫২ ধারা মূল রশিদের মাধ্যমে পক্ষগনকে দ্রুত ফেরত নেওয়ার জন্য অনুরোধ করা হলো।…………………মোঃ সিফাতুল্লাহ, সাব রেজিষ্ট্রার, সাভার-ঢাকা।
Leave a Reply