স্টাফ রিপোর্টার : সাভারে সংসদীয় আসন ঢাকা-১৯ এ জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ইমতিয়াজসহ ১২ প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন আজ বৃহস্পতিবার (৩০/১১/২৩ইং) জাতীয় পার্টি, স্বতন্ত্র, বাংলাদেশ জাতীয় পার্টি, এনপিপি, গণফ্রন্ট, বিএনএমসহ বিভিন্ন দল থেকে ১৩জন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গতকাল বুধবার ২৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি মনোনয়ন পত্র জমা দেন। আজ শেষদিনসহ মোট মনোনয়ন পত্র জমা দেন গণফ্রন্ট থেকে নুরুল আমীন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মোঃ ইসরাফিল হোসেন সাভারী, স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, মুহাম্মাদ সাইফুল ইসলাম, তৃণমূল বিএনপি থেকে মোঃ মাহবুবুল আলম, জাকের পার্টি থেকে মোঃ শামসুদ্দিন আহমেদ, বিএনএম থেকে মোঃ সাইফুল ইসলাম মেম্বার, জাতীয় পার্টি থেকে বাহাদুর ইসলাম ইমতিয়াজ ও আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ জাতীয় পার্টি থেকে আইরীন পারভীন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাভার উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৭লাখ ৫৬ হাজার ৪১৬জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩লাখ ৬৮হাজার ৯৩৫ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩লাখ ৮৭হাজার ৪৬৮জন। এছাড়াও হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছে ১৩জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই চলবে পহেলা ডিসেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। আপিল ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ১৮দিন প্রচার-প্রচারনার সুযোগ পাবেন।
Leave a Reply