স্টাফ রিপোর্টার : আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ঢাকা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড কামরুল ইসলামের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নাবাড়ী এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ ডিসেম্বর বিকেলে জয়নাবাড়ী এলাকার একটি স্কুলে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা’র উদ্যোগে নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. কামরুল ইসলাম এমপির সহধর্মিণী তায়েবা ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসাইন।
এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক জনাব জাবেদ মোল্লা, অর্থ সম্পাদক নাসির আলী মাহাবুব, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব রাশেদ মোল্লা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারন।
Leave a Reply