স্টাফ রিপোর্টার : দৈনিক সংবাদ প্রবাহ ডট কম দেশ ও দেশের মানুষের স্বার্থে কাজ করবে। মানুষের কথা বলবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবে ‘দৈনিক সংবাদ প্রবাহ ডট কম’ অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ এ কথা বলেন।
উদ্বোধনী দিনে দৈনিক সংবাদ প্রবাহের সম্পাদক ও প্রকাশক রুপোকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাইমস অব বাংলাদেশের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।
প্রধান অতিথি’র বক্তব্যে আবু জাফর সূর্য বলেন, সাংবাদিকরা হচ্ছে সাদা কাপড়ের মতো। এ সাদা কাপড়ে ছোট দাগ লাগলে তা মানুষের চোখে পড়ে। সাংবাদিক সমাজকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের কথা জাতির সামনে তুলে ধরে। খেয়ে না খেয়ে মানুষের জন্য কাজ করছে। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দৈনিক সংবাদ প্রবাহের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
এসময় প্রধান আলোচক হিসেবে সাভার প্রেসক্লাবের সভাপতি জাভেদ মোস্তফা, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক মিঠুন সরকার উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংবাদিক কামরুল হাসান রুবেল, আব্দুল খালেক, আপেল মাহমুদ, খলিলুর রহমান, ইমরান হোসেন রুবেল, রফিকুল ইসলাম, আবু সালেহ, আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মোল্লাসহ স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply