1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
ধামরাইয়ে সাস’র উদ্যোগে কমিউনিটি আউটরীচ প্রোগ্রাম অনুষ্ঠিত সাভারে রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর প্রতিনিধি দল সাভারের সাদাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা, ২ নারীসহ আহত ৬ শহীদ জিয়ার নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দিলেও জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না: ছাত্রদল নেতা তমিজ উদ্দিন সাভার হর্টিকালচারে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বৃষ্টিতে ভিজেও আলালের স্বরনসভায় জনস্রোত সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সোবহানবাগ জামে মসজিদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত  সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফত সাভারে আইয়ুব খানের দিকনির্দেশনায় ৩১ দফার লিফলেট বিতরণ  সাভারে ৭১ টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

নেদারল্যান্ডসের বিপক্ষে ২৮৬ রানে অলআউট পাকিস্তান

  • আপডেট সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৪২ জন পড়েছে

অনলাইন ডেক্স : মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া হাফ-সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। রিজওয়ান ও শাকিল ৬৮ রান করে করেন।

হায়দারাবাদে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৮ রানে প্যাভিলিয়নে ফিরেন পাকিস্তানের টপ অর্ডার। ফখর জামান ১২, ইমাম উল হক ১৫ ও অধিনায়ক বাবর আজম ৫ রান করেন।

দশম ওভারেই চাপে পড়া পাকিস্তানকে বিপদমুক্ত করেন রিজওয়ান ও শাকিল। নেদারল্যান্ডস বোলারদের চাপে ফেলে পাল্টা আক্রমন করেন রিজওয়ান ও শাকিল। এতে ২০তম ওভারেই শতরান পেয়ে যায় পাকিস্তান। দলের রান দেড়শতে পৌঁছানোর আগেই ওয়ানডেতে শাকিল দ্বিতীয় ও রিজওয়ান ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন। ২৯তম ওভারে শাকিলকে ৬৮ রানে থামিয়ে নেদারল্যান্ডসকে ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার আরিয়ান দত্ত। ৫২ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সাথে ১১৪ বলে ১২০ রান যোগ করেন তিনি।

শাকিল ফেরার ১৯ বল পরই প্যাভিলিয়নের পথ ধরেন রিজওয়ানও। পেসার বাস ডি লিডের বলে বোল্ড হওয়ার আগে ৭৫ বল খেলে ৮টি চারে ৬৮ রান করেন রিজওয়ান।

৩২তম ওভারে রিজওয়ান ফেরার পর ইফতিখার ৮ রানে থামেন। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রান তুলে পাকিস্তানের রান আড়াইশ পার করেন মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খান। নাওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রানে ফিরেন।

এরপর ২৫২ রানে অষ্টম উইকেট হারালেও শেষ দুই উইকেটে ৩৪ রান পায় পাকিস্তান। শেষ দুই ব্যাটার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের দৃঢ়তায় ৪৯তম ওভারে অলআউট হবার আগে ২৮৬ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। রউফ ১৬ রানে ফিরলেও ১৩ রানে অপরাজিত থাকেন আফ্রিদি। নেদারল্যান্ডসের বাস ডি লিডে ৬২ রানে ৪ উইকেট নেন। বিশ^কাপে এখন পর্যন্ত কোন ম্যাচে ৪ উইকেটের বেশি নিতে পারেনি নেদারল্যান্ডসের পক্ষে কোন বোলার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ