স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী হাকর্সলীগের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে এসময় সবাই ফখরুল আলম সমরের আশু রোগমুক্তি কামনা করেন। উপস্থিত বক্তারা এসময় বলেন, তার মতো এমন নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা বুঝতে পারেন। চোখের দিকে তাকালেই সাধারণ মানুষের কথা বুঝতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন। এমনি একজন নেতা আমাদের প্রিয় চেয়ারম্যান জনবন্ধু ফখরুল আলম সমর ভাই। তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। আজ আমরা সকলে একত্রিত হয়েছি শুধুমাত্র এই নেতার দোয়া ও প্রার্থনার জন্য। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।
তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী হকার্সলীগের সিনিয়র সহ সভাপতি শাহিন মাদবর, সহ সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নয়নসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply