স্টাফ রিপোর্টার : ঢাকার ধামরাইয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় একই পরিবারের ৩জনকে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। আশংকাজন অবস্হায় তাদের সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাইয়ের রোয়াইল চর বরদাইল এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ধামরাই থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আহত আবদুল আজিজ জানান, দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিল শহীদ মোল্লা ও তার সহযোগীরা। এতে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে শহীদ মোল্লা ও তার সহযোগীরা তাদের একটি পেপে বাগান কেটে ফেলে। খবর পেয়ে পেপে বাগানে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শহীদ মোল্লার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুল আজিজের উপর হামলা চালায়। বাঁধা দিতে গিয়ে এসময় বাবা আবদুল মজিদ এবং ছেলে সিয়ামও গুরুতর আহত হয়। পরে স্হানীয়দের সহযোগিতায় তাদেরকে হাপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের বরাত দিয়ে ধামরাই থানার উপ- পরিদর্শক ফয়েজ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply