বিনোদন ডেস্ক : আমার বিশ্বাস সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবে। উন্নত বাংলাদেশ দেখতে চায় সবাই। আর উন্নত দেশের জন্য হলেও নৌকা মার্কায় ভোট দেবে সবাই। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন, প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।ভোটের আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বার্তা পেয়েছেন এই নায়ক। ফেরদৌসকে নির্বাচন নিয়ে দিকনির্দেশনা তিনি। ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী আমাকে শুধু একটা কথাই বলেছেন, ভোটার বাড়াতে হবে। তোমাকে যেহেতু মানুষ চেনে, তুমি সবার কাছাকাছি যাবে। বিশেষ করে কয়েকটি জায়গার নাম বলে দিয়েছেন আমাকে। যেমন হাজারিবাগ, মধুবাজার, কলাবাগান, নিউমার্কেট। প্রতিটি জায়গায়ই তিনি চেনেন।
ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী যেহেতু ধানমন্ডি-৩২ এ বড় হয়েছেন, এই এলাকার কোথায় যেতে হবে, কোথায় গেলে ভোটাররা আসবে। এসব জায়গায় আমি যাচ্ছি। আমি যেতে না পারলে আমার কো-আর্টিস্টদের পাঠাচ্ছি। তারা আমার হয়ে লিফলেট বিতরণ করছে। এভাবেই আপার (শেখ হাসিনা) নির্দেশনা অনুযায়ী পথ চলছি।এই নায়ক আরও বলেন, প্রধানমন্ত্রী তার মতো করে গল্প করেন। নিজের অভিজ্ঞতার কথা ভাগ করেন। যখন ফিল্মি পরিবেশে থাকি, তখন ফিল্মি গল্প বলেন।
তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-১০ আসনের সর্বস্তরের মানুষের সমস্যা সমধানে কাজ করবে। নির্বাচনী প্রচারণায় এখন যেমন আমি মানুষের কাছে যাচ্ছি, নির্বাচিত হলেও একইভাবে মানুষের কাছে কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনবে।
প্রসঙ্গত, চলচ্চিত্রের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ফেরদৌস। দলটির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ নায়ক।
Leave a Reply