ষ্টাফ রিপোর্টার ঃ সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুরে সন্ত্রাসী সোহেলের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই এলাকায় রামরাজত্ব কায়েমের চেষ্টার পায়তারা করছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল গং চক্রটি। পুলিশবাহিনীর নিষ্ক্রীয়াতার সুযোগে এ চক্রটি এলাকায় বিনা বাধায় মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ অন্যের ব্যবসা প্রতিষ্ঠান ও জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এরআগে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হলেও কারাগার থেকে বেরিয়ে ফের এলাকায় ত্রাসের রাজত্ব শুরু করে সে।
এলাকাবাসী জানায় গত শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সোহেলের নেতৃত্বে একদল শসস্ত্র সন্ত্রাসী মিরপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন লিটুর মালিকানাধীন সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুরের ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা চালায়। এসময় এলাকাবাসী জোটবদ্ধ হয়ে সোহেল গ্রুপকে প্রতিহত করে প্রতিরোধ গড়ে তুলে। অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসী সোহেল বাহিনী নিজেদের বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়। বিরুলিয়ার ভবানীপুর এলাকার এ সন্ত্রাসী সোহেল বর্তমানে বিএনপি নেতা বলে পরিচয় দিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে বলেও জানায় স্থানীয়রা। একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় অপকর্ম করে বেড়ালেও এখন বিএনপি’র নাম ভাঙ্গিয়ে এলাকায় দখল বানিজ্য শুরু করায় বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
বিরুলীয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র সোহেল ওরফে সন্ত্রাসী সোহেল বিগত সময়ে অস্ত্র ও মাদকসহ র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনবার আটক হয়েছিলো বলে একাধিক সূত্র জানায়। সে অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলেও শোনা যায়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply