স্টাফ রিপোর্টার : সাভার তথ্য সংগ্রহ করতে গেলে দ্যা ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আখলাকুর রহমান আকাশের উপর হামলা করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা, আহত সাংবাদিক আখলাকুর রহমান আকাশ জানান ররবিবার সকালে সাভারের কাতলাপুরে অবস্তিত বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানার দখল নিয়ে দুই পক্ষের মাঝে সমস্যা সৃষ্টি হয়েছে এমন সংবাদ শুনে তথ্য সংগ্রহ করতে গেলে ছবি তোলার কারণে হঠাৎ করে দুর্বৃত্তরা আমার উপরে হামলা চালায় এতে আমার বামদিকের চোখ সহ বিভিন্ন জায়গাতে গুরুতরভাবে জখম হয়।পরে স্থানীয়দের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানায় সে গুরুতর ভাবে আহত হয়েছে তার বাম পাশের চোখের মারাত্মক ক্ষতি হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়েছে। তার স্বজনরা জানায় এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ বিষয়ে সাভার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম রুবেল বলেন বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানা দখল করার জন্য একটি পক্ষ চেষ্টা করে এমন সংবাদের ভিত্তিতে দ্যা ডেইলি স্টার এর সাংবাদিক আকলাখুর রহমান আকাশ তথ্য সংগ্রহ করা শুরু করলে যারা দখল করতে আসছিল তারা তার মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তাকে বেধড়ক মারধর করে প্রথমে তাকে উদ্ধার করে সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয় পরবর্তীতে উন্নতি চিকিৎসার জন্য জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে মশিউর রহমান নামের এক ব্যক্তি বলেন, আজকেই আমরা কারখানা বুঝে পেয়েছি। তবে কারখানার ভিতরে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। বাইরে কিছু ঘটেছে কিনা শুনি নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।
Leave a Reply