স্টাফ রিপোর্টার : নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫/১১/২৩ইং) দুপুরে সাভারের কাতলাপুরে বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক নাসরিন মহল ও ঝুমা রায়। সভা পরিচালনা করেন সাভার মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার লিপি। আপ্যায়নের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক সদস্য লুবনা মরিয়ম ইভা ও আয়াতুননেসা নিসা।
মতবিনিময় সভায় এসময় সমাজ থেকে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের করণীয় বিষয়ে আলোচনা হয় এবং প্রচার-প্রচারনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
মহিলা পরিষদ সাভার শাখার সভাপতি পারভীন ইসলামের সভাপতিত্বে এসময় লিগ্যাল এইডের সম্পাদক নাসরিন মহন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার লিপি, প্রশিক্ষক সম্পাদক ঝুমা রায়সহ সাভারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply