স্টাফ রিপোর্টার : সাভারের বিরুলিয়ায় স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে নির্মানাধীন একটি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজারবাগ এলাকায় শিউলি আক্তার নামের এক নারীর নির্মানাধীন বাড়ী ভাংচুরের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী নারী শিউলী আক্তার জানান, দেড়মাস আগে তিনি তার নিজের নামে জনৈক কালাম মিয়ার কাছ থেকে আড়াই শতাংশ জমি কিনে সেখানে বাড়ী নির্মানের কাজ শুরু করেন। জমির খাজনা-খারিজসহ যাবতীয় কাগজপত্র সঠিক রয়েছে। কিন্তু আজ দুপুরে স্থানীয় চেয়ারম্যান সেলিম মন্ডলের উপস্থিতিতে সাভারের শীর্ষ সন্ত্রাসী আল-আমিন এ জমিকে নিজের জমি দাবী করে একদল শসস্ত্র সন্ত্রাসীসহ এসে আমার বাড়ী ভাংচুর করে চলে যায়। বাড়ী করতে হলে তাকে ২০লাখ টাকা চাদাঁ দিতে হবে বলেও হুমকি প্রদান করেন আল-আমিন। এ অবস্থায় তিনি তার স্বামী-সন্তানসহ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান।
বিরুলিয়া পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক মিন্টু মোল্লা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রকৃৃয়া চলছে বলেও তিনি জানিয়েছেন।
Leave a Reply