স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে ট্রাক নিয়ে জনসভা করায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের ৩টি ট্রাককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বিকেলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর এ অভিযান পরিচালনা করেন।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর এ তথ্য নিশ্চিত করে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ঢাকা-১৯ সাভারে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনীতে মহাসড়ক বন্ধ করে জনসভা করছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে এস সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা ৩টি ট্রাককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসাথে পরবর্তীতে নির্বাচনী আচরনবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply