স্টাফ রিপোর্টার : সাভারে ফের বেপড়োয়া হয়ে পড়েছে মাদক ব্যবসায়ীরা। পাড়া মহল্লার অলিগলিতে গড়ে তুলেছে মাদক ব্যবসার সিন্ডিকেট। মাঝে মাঝে পুলিশী অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে এসব মাদক ব্যবসায়ীরা। হোম সার্ভিসসহ নিত্য নতুন কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করছে তারা। এতে মাদকের করাল গ্রাসে জর্জরিত হয়ে পড়ছে যুব সমাজ। প্রশাসনের পক্ষ থেকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করা হলেও কোনভাবেই থামানো যাচ্ছে না মাদক কারবারীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, সাভার নামা বাজারের হরিদাস চন্দ্র রায়ের ছেলে সতীশ চন্দ্র রায়, ভাটপাড়া এলাকার আকরামুন জামান খানের ছেলে ইমরান খান, ব্যাংক কলোনী এলাকার হামিদ মাষ্টারের ছেলে গোলাম নবী, কাতলাপুরের হৃদয় এলাকায় অবাধে মাদক ব্যবসা নিয়ন্ত্রন করে আসছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে সাভার মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবা, গাজাঁ, ফেন্সিডিলসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছে। জামিনে বেরিয়ে ফের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে তারা। রয়েছে হোম ডেলিভারী সার্ভিসও। মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার দিলে বাড়ীতে গিয়ে মাদক সরবরাহ করে থাকে এ চক্রের সদস্যরা। সচেতন মহলের দাবী এলাকার চিহ্নিত এসব মাদক কারবারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না জানান, মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজকে ধংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।
সাভার নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক বাবুল মোড়ল জানান, মাদক ব্যবসায়ীরা দেশ ও সামাজের শত্রু। তাদের কারনে আজ যুব সমাজ ধংসের মুখে। মাঝে মাঝে মাদক কারবারীরা গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এর বিরুদ্ধে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্য দীপক চন্দ্র সাহা জানান, মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কোন আপোষ নেই। সাভার মডেল থানা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।
Leave a Reply