স্টাফ রিপোর্টার : সাভারে উপজেলা স্বাস্থ্য বিভাগের ঢাকা জেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫/১১/২৩ইং) দুপুরে বাংলাদেশ হেলথ ইনষ্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগীতা ও সমন্বয়ে এ মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।
ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এ মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানান।
মাসিক সমন্বয় সভায় চলমান স্বাস্থ্য সেবা নিয়ে বিশদ আলোচনা হয় এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ জনসাধারণের দোড়গোড়ায় পৌছে দিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।
সমন্বিত অতিথি হিসেবে ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোঃ ফরিদ হোসেন মিয়া, উপ-পরিচালক ডা. মীর মোবারক হোসাইন, সহকারী পরিচালক ডা. রওশন জাহান আক্তার আলো, ডা. মোঃ মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply