স্টাফ রিপোর্টার : সাভারে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত কল্পে সাংবাদিক ও সুশীল সমাজের ভূমিকা দায়িত্ব ও কর্তব্য শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯অক্টোবর২০২৩ইং) দুপুরে সাভার প্রেসক্লাব হলরুমে ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই সাভার শাখা।
মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা এসময় বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারকে সারাজীবনের জন্য নিঃস্ব করে দেয়। সড়ক দুর্ঘটনারোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এসময় বক্তারা বলেন, পরিবহন মালিক শ্রমিক এবং সাধারণ মানুষ সবাইকে সচেতন হতে হবে তাহলেই সড়ক দুর্ঘটনারোধ করা সম্ভব হবে।
সাভার প্রেসক্লাবের সভাপতি জাভেদ মোস্তফার সভাপতিত্বে এসময় সাধারণ সম্পাদক রুপোকুর রহমান, নিরাপদ সড়ক চাই সাভার শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব আসিফুল ইসলাম জনিসহ স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply