স্টাফ রিপোর্টার : সাভারে বাকবিতণ্ডার জেরে জিসান প্রামাণিক(১৫) ও সিয়াম রাজা(১৫) নামে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা উভয়ই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।রোববার (১৭ মার্চ) রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনি মহল্লার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাভার সদর ইউনিয়নের কলমা গ্রামের সাংবাদিক মতিউর রহমান ভাণ্ডারির ছেলে জিসান প্রামাণিক ও একই এলাকার কামরুলের ছেলে সিয়াম রাজা। জিসান সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ও সিয়াম ওয়াজ আলী স্কুলের একই শ্রেণির শিক্ষার্থী।আহত জিসানের বাবা মতিউর রহমান জানান, জানুয়ারি মাসে স্কুল ও কলেজ শাখা থেকে পিকনিকে গাজীপুরের সাফারি পার্কে গিয়েছিল বিপিএটিসির শিক্ষার্থীরা। সেসময় ওই পার্কের ভেতরে বন্যপ্রাণী পরিদর্শনের জন্য শিক্ষার্থীদের গাড়িতে ওঠতে হয়েছিল। সেই দিন জিসান গাড়িতে ওঠতে গেলে বিপিএটিসি কলেজ শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল লতিফ বাধা দেয় এবং তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শিক্ষকরা তাদের মীমাংসা করে মিলিয়ে দিয়ে বিষয়টি সমাধান করে। এরপর হঠাৎ রোববার রাত সাড়ে ৮টার দিকে জিসানের এক বন্ধু মোবাইল ফোনে রেডিও কলোনি স্কুলের সামনে আসতে বলে। পরে জিসান ও তার বন্ধু সিয়াম রেডিও কলোনি স্কুলের সামনে বন্ধুর কথামতো যায়। এ সময় আব্দুল লতিফ ও তার গ্যাংয়ের আরো ২০/২৫ জন তাদের উপরে হামলা করে পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, অনাকাঙিক্ষত এই ঘটনার ৫ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করে প্রাপ্তবয়স্ক দুইজনকে দুই দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিঙ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তে আরো যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply