স্টাফ রিপোর্টার : সাভারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও সাধারণ রোগীদের মারধরের ঘটনায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের স্ত্রী পরিচয় দেওয়া আইরিন খন্দকার আখিঁসহ দুই ছাত্রলীগ নেতার নামে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (২০.১০.২৩ইং) রাতে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন হামলার শিকার ভুক্তভোগী মোশাররফ হোসেন। মামলা নম্বর ৪২/৮২৬।
আইরিন খন্দকার আখি আতিকুর রহমান আতিকের স্ত্রী পরিচয় দিয়ে মারধরে জড়িত হলেও মামলার এজাহারে তার স্বামীর নাম জোবায়ের হোসেন উল্লেখ করা হয়েছে। মামলায় ব্যাংক কলোনী এলাকার হৃদিত ও মাহিমের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামী করা হয়েছে।
স্থানীয়রা জানান, এরআগে ১৯অক্টোবর বৃহস্পতিবার রাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সাভার শাখায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের স্ত্রী পরিচয় দেওয়া আখি এসে চিকিৎসকের কাছে আগে সিরিয়াল না দেওয়ায় পূর্ববর্তী রোগীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাত্রলীগের সভাপতি আতিকের পিএস নজরুল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জামান খানের নেতৃত্বে ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল নেতা-কর্মী ঘটনাস্থলে এসে হামলা ও মারধর করে রোগীসহ ৪ জনকে পিটিয়ে আহত করে।
এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে পুরো সাভার জুড়ে। দাবী উঠে ছাত্রলীগ সভাপতির কথিত স্ত্রী আখিসহ অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় নেই। মামলা দায়েরের পর অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply