স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এরআগে ভোররাতে সাভারের ভরারী বটতলা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আব্বাস মিয়া (৫৫), মোঃ শুকুর আলী (৫২), মোঃ লুৎফর রহমান কাজী (৫২), মোঃ মালেক দেওয়ান (৪৮), মোঃ সাইফুল মিয়া (৪৫), মোঃ বাবু (৩৮), মোঃ দুলাল (৪০), মোঃ হামিদুল ইসলাম (৩৬)।ওসি মোঃ রিয়াজ উদ্দিন বলেন, জুয়ার বোর্ড থেকে ৯ হাজার ৬০০ টাকা, দুই বান্ডেল তাস ও জুয়া খেলায় ব্যবহৃত একটি বিছানার চাদর জব্দ করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply