স্টাফ রিপোর্টার : সাভার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুজন আহমেদ রানাকে মারধরের ঘটনায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
আজ বৃহস্পতিবার (৩০/১১/২৩ইং) সন্ধ্যায় সাভার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুর রব খান সজিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সুজন আহমেদ রানার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। বিবৃতিতে উল্লেখ করা হয়, পৌরসভার শাহীবাগে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমেদের নেতৃত্বে সাভার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুজন আহমেদ রানাকে মারধর করা হয়। তাকে আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাভার উপজেলা স্বেচ্ছোসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুর রব খান সজীব এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Leave a Reply