সংবাদ প্রবাহ ডেস্ক : ২৯৮ জন সংসদ সদস্য নির্বাচিত মধ্যে ২৯৭ জনই শপথ নিয়েছেন। ঢাকা-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ড. আওলাদ হোসেন ছাড়া ২৯৭ জন শপথ নিয়েছেন। উচ্চ আদালতে তার বিষয় নিষেধাজ্ঞার জের ধরে বুধবার প্রথম দফায় ঢাকা-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ড. আওলাদ হোসেনের শপথ অনুষ্ঠিত হয়নি। তবে আওলাদ এরই মধ্যে ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করলে ওই স্থগিতাদেশ প্রত্যাহারে রায় দিয়েছেন। ওই আদেশ নিয়ে তিনি শপথ গ্রহণের জন্য সংসদে এসেছেন।গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে স্বতন্ত্রের প্রার্থী ড. আওলাদ হোসেন নির্বাচিত হন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সানজিদা খানম। আদালতে রিট করলে ওই আসনে নির্বাচনী ফলাফল স্থগিত করে। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে ড. আওলাদের অনুকূলে গেজেট প্রকাশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে ড. আওলাদ হোসেন বলেন, আমি সব ডকুমেন্টস নিয়ে সংসদে এসেছি। আজই শপথ নেবো।
Leave a Reply