1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ আওয়ামী দোসরদের দলে কোন ঠাই হবে না- শাহ মাইনুল হোসেন বিল্টু সাভারে ইয়ামিনের হত্যাযজ্ঞ দেখে রক্তে আগুন জ্বলে উঠে – ইঞ্জি. পলাশ সাভারে দোকান কর্মচারীকে হত্যা চেষ্টা

বছরে সবশেষ সিরিজেও আলো ছড়িয়েছেন শরিফুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ জন পড়েছে

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটইতে বছরে সবশেষ সিরিজেও বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল। বিদায়ী বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমনই হোক, বোলার শরিফুল ইসলামের জন্য সেটা ভালোই ছিল। তিন ফরম্যাটেই দেশের সেরা বোলারদের একজন ছিলেন। আবার পুরো বছরে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন তিনি।
তিনি নিউজিল্যান্ড থেকে গতকাল সোমবার রাতে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাভাবিকভাবেই উঠে এসেছিল ব্যক্তিগত আর দলীয় সাফল্যের কথা। শরিফুল অবশ্য প্রাধান্য দিয়েছেন দলগত সাফল্যের দিকে, আলহামদুলিল্লাহ বছরটা খুব ভালো গিয়েছে। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরো ভালো লাগতো। নিউজিল্যান্ডের মাঠে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শরিফুল। নিজের এমন সাফল্যের প্রসঙ্গ আসতেই জানালেন, এটা কেবলমাত্র শুরু, কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে ভবিষ্যতে আরো অনেকে হবে ইনশাআল্লাহ আশা করি। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। এখন থেকে যে কোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার। বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ের বড় আলোচনার বিষয় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। দেশে আর দেশের বাইরে তার ভূমিকা মুগ্ধ করেছে সকলকে। দলের নির্ভরযোগ্য এই পেসারও উচ্ছ্বসিত শান্তকে নিয়ে, সবাই খুব ভালো। শান্ত ভাই খুব সাপোর্ট দিয়েছে আমাদের সবাইকে। একজন বন্ধুর মতো ইজিলি করতে পেরেছি।
তবে এতকিছুর মধ্যেও শরিফুলের আক্ষেপ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। সেকেন্ড ম্যাচটা যদি বৃষ্টি না আসত ইনশাআল্লাহ আমরা জিততাম। জানিনা খেলা হলে কি হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ